বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কৃপাণ মৈত্র

 

 

আর্তনাদ



 

 

আজকাল নিজেকে বড্ড হারাই

আয়নায় কারিকুরি মুখ, ড্রয়িংরুমে

বইগুলো যেন জঞ্জালের আস্তাকুড়

গানগুলোয় ফাটা ডিস্কের আর্তনাদ।

 

বহমান নদী।আকাশ সূর্য চাঁদ চিত্রপট

হঠাৎ মাছরাঙা-ঢেউ আর ঢেউ

ছিন্ন ছিন্ন নিষ্ঠুর কলঙ্ক রেখা।

 

ইজেলের ছবিটা অর্ধসমাপ্ত

কেবল বক্র নয়নরেখা।ধুলো

জমতে জমতে মুহ‍্যমান।অবসন্নতা আবরণ...

 

পেঁচার আঘাতে রুগ্ন ইঁদুরের মতো

ধান খুদ স্বপ্ন হতে হতে মিলিয়ে যাচ্ছে

আমি পোঁতা হয়ে যাচ্ছি পৃথিবীর

পেটের ভিতর মন্দিরের অন্তিম

ঘন্টাধ্বনি ম্রিয়মাণ হতে হতে।

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...