বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

রিদুওয়ান উদ্দিন

 পুরুষতান্ত্রিক



 

 

 

পুরুষ মানুষ এর দুঃখ গড়ায় এক কাপ চা অব্দি,

কেও জিজ্ঞেস করে না অবেলায় ভালো আছে নাকি?

দায়িত্বের বোঝা নত কাধেঁ খুব ভার বুঝি?

কেও জানতে চায় না তার কত স্বপ্ন দেখা বাকি।

কেন সন্তানের কাছে বাবারাই হবে শুধু রাগী?

কেন চাকরির বাজারে হেরে যাবে রোজ ,শূন্য হাতে ফিরে স্বামী।

পুরুষের চিৎকার কেও শুনে নাকি?

সমাজের হাজারো ভাবনার ভিড়ে, এক পুরুষই হবে দোষী।

কেন তার শুন্য পকেটের, উদাস মনের স্ট্যাটাস হবে বাড়ি -গাড়ি?

বাবারা ঘুড়ে বেড়ায় এই শহরের অলিতে গলিতে,বাসের ধাক্কায় ফিরে বাড়ি।

কেও বুঝে নি পুরুষ সমাজের কষ্ট কত ভারি?

জোয়ান বয়সে ধরতে চায় তারা বৃদ্ধ বাবার লাঠি।

মধ্যবিত্ত আশায় দিয়ে দেয় মাঝ বয়সের পাড়ি,

আর শেষ বয়সে শুনবে বসে, এই সংসারে বলো কি করেছো তুমি?

সত্যি,পুরুষ মানুষের কষ্ট বোঝা ভারি।

  
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...