বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

ঈশিতা পাল

মায়ার ছলনা

 


 

কবে যেন শেষ দেখেছি,প্রিয়ার চোখ জল ছল্ ছল্-

আমার জন্য,অভিমানে?

ঠিক মনে পড়েনা।

আমি কি আর দেখি তার মুখ,ভালো করে?

পাই কি সে ভীষণ সুখ,চাঁদপানা মুখ দেখে?

মনে হয়,উত্তরটা না।

তবে যে প্রথম দেখাতেই হার মেনেছিলাম তার কাছে?

সে সবই বুঝি মায়া না বয়সের অভ্যেস?

এভাবেই বুঝি সকাল হয় আলোর ছটায়,

যেমন হারিয়েছিলাম নিজেকে,

তার রূপের ঘনঘটায়-

তখন তার সবকিছু ভাল লেগেছিল।

আজ কেন তবে গোধূলি নেমে আসে?

সবকিছু ফিকে হয়ে যায়-

ধুলোর আস্তরণে আবেগ চাপা পড়ে আছে,

সব মায়া তবে ফুরলো বোধহয়!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...