বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অনিমেষ চন্দ্র

 

শব্দ



 

মনের অন্দরে বাঁধা আছে কত শব্দ,

একটু ভালোবাসার শব্দ,

কোনো কিছু ভালোলাগার শব্দ

কিছু মানুষের আবেগ প্রাণিত শব্দ।

কোনো ভালো শব্দ,

আবার কোনো খারাপ শব্দ,

আছে কিছু মাধুর্যপূর্ণ শব্দ।

খোলা হাওয়াই মন মাতানো শব্দ,

বিকেল বেলায় পরিযায়ী পাখিদের

দল বেঁধে ওড়ার শব্দ।

মানুষের কোলাহলে কান ফাটানো শব্দ,

রাস্তার জনজাটের শব্দ।

আবার কোথাও যানবাহনের শব্দ,

শহরে কলকারখানার শব্দ।

এই সবের আড়ালেও লুকিয়ে আছে,

কিছু হিংসার শব্দ কিছু অহংকারের শব্দ,

গর্বের শব্দ আবারো স্বল্প কিছু লেলিহান শিখার শব্দ তাছাড়াও লোভের শব্দ,

লালসার শব্দ,শাসকের অত্যাচারের শব্দ।

এই প্রকার শব্দগুলো কেউ কি শুনতে পায়?

জানি এই শব্দ সবাই শুনতে পায় তারপরেও,

কানে তুলো গুজে চোখে অন্ধ সেজে,

বসে থাকে আপামর জনতা,

প্রতিবাদের ভাষা জানাবার শব্দ আজ নেই।

নেই বিদ্রোহের শব্দ,নেই প্রতিবাদী শব্দ।

কেউ এই শব্দ বন্ধ করতে চায় না।

চায় এই শব্দ থেকে শুধুমাত্র নিজেকে রক্ষা করতে।

আর খুনো-খুনি দাঙ্গা ও রক্ত গড়ানো শব্দ গুলোকে এক একটি শাসক দলের উপর ঠেলে দিয়েই

নিজে নিজেকে চতুরতার পরিচয় দিতে চায়,

নিজের মনুষ্যত্বের বড়াই করতে চায়।

এটি থেকে বিরত নিতে হবে,

আমাদের মানব প্রজন্মকে।

প্রতিজ্ঞা করতে হবে সমস্ত মানবজাতিকে,

বলতে হবে এই মর্ত্যে হোক,

অন্যায়ের বিরুদ্ধে কান ফাটানো,

চোখ ধাঁধানো প্রতিবাদী শব্দের জয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...