বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

জয়িতা ভট্টাচার্য


ফেরার



 

 

রাত গাঢ় হলে অলি গলি দিয়ে

ভীত তস্করের 
মতো

পালিয়ে যেতে থাকে ঈশ্বর ।

মেষ পালক হারিয়ে গেছে ।

পড়ে আছে পেরেক আর রক্তের দাগ

 

ঈশ্বর আকাশ দেখে

ছেঁড়া সার্ট আর রিপু করা প্যান্ট

তেলচিটে গন্ধে ভ্যাপসা বাতাস।

পালাচ্ছে ঈশ্বর  এই শহর ছাড়িয়ে ,

পুকুর আর শ্মশান,  আলপথ আর জঙ্গলা এ বধ্যভূমি ফেলে

 ঈশ্বর ছুটছে

ছুটছে আর

 ছুটছে

x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...