বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অক্ষর কথা

 

 

 

অক্ষর কথা






 

ভালো আছেন বন্ধুজন! ভালো আছে আপনার চারপাশ, প্রকৃতি, রক্তের এবং না-রক্তের সম্পর্কের আপনজনেরা!

 

সদ্য রোগমুক্তির আঁকাবাঁকা উঁচুনিচু রাস্তায় হাঁটছে আমাদের গোলোক। দীর্ঘ দু বছরের বেশি কত অসুস্থতার খানাখন্দে পা পড়ে গিয়েছিল আমাদের প্রায় অধিকাংশের। কত মৃত্যু ছুঁয়ে চলে গেল একের পর এক। মৃত্যু মিছিল। তবুও ওই যে সত্যেন্দ্রনাথ দত্তকে উদ্ধৃত করে বলা যায়, "মন্বন্তরে মরিনি আমরা, মারী নিয়ে ঘর করি…"। কতখানি আত্মবিশ্বাস থাকলে এই শব্দসকল দৃঢ় উচ্চারণের সঙ্গে বলা যায়। আর সত্যিই তো, আমরা এটা প্রমাণ করে দিলাম যে মানুষ যদি লক্ষ্যে স্থির থাকে তাহলে তাকে সাময়িকভাবে কাবু করা যায় মাত্র, কিন্তু মেরে ফেলা যায় না।

 

অনেকদিন বৃষ্টির পরে রোদ্দুর উঠলে আকাশ হা হা করে হেসে ওঠে। ছলবল খলবল করে হাসতে হাসতে রাস্তায় নেমে আসে দুরন্ত প্রজন্ম। মুখের ক্লিষ্ট ছায়া, শরীরের সকল দৌর্বল্য অগ্রাহ্য করে খোলা হাত ছুঁড়ে দিয়ে আনন্দ মহরতে সামিল হয় অদম্য মানুষ। মানুষই পারে সব প্রতিবন্ধকতা জয় করতে তা বহুযুগ ধরে বারবার প্রমাণিত।

 

২০১৯ এর শেষ থেকে ২০২২ এর সম্মুখভাগ পর্যন্ত বহু মানুষ কাজ হারিয়েছেন, নিশ্চিহ্ন হয়ে গেছে কত পরিবার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ছোট দোকানী, ছোট কারখানার কর্মঠ তার সঠিক হিসাব পাওয়া অসম্ভব। কিন্তু পিছনের দিকে না তাকিয়ে নতুন করে শুরু করেছে কতিপয় মুষ্টিবদ্ধ হাত। আর সেই সম্মিলিত হাতের জোর বাধ্য করেছে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বাজকে তার অনুগত করতে।

 

আগে অনেকে হাহুতাশ করতেন, এখনো করেন আজকাল মানুষ নাকি বই পড়ে না, ছাপার অক্ষরের থেকে মোবাইলের যান্ত্রিক ছবির প্রতি আকর্ষণ এতটাই বেশি যে বইসাম্রাজ্য ধ্বংস হতে চলেছে! কত হতাশা, কত কষ্ট শব্দ হয়ে বেরিয়ে এসেছে, স্মৃতি বিধুর হয়ে উচ্চারিত হয়েছে শৈশব, কৈশোর, যৌবনের উদ্দীপ্ত ছাপার অক্ষরের দাপিয়ে বেড়ানোর রুদ্র গল্প। মনে হচ্ছিল মুদ্রিত বই, পত্রপত্রিকার দিন বোধহয় সত্যিই শেষ হয়ে গেল। আর তখনই সব অন্ধকার নিরাশাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে এসে গেল রোগমুক্তির ডংকা দু হাজার বাইশের বইমেলা।

 

এক‌টি বহুল প্রচারিত সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার খবর দেখুন - "The 45th International Kolkata Book Fair — one of the city’s most-loved annual events that had been stalled for two years due to the pandemic — ended on a celebratory note at Central Park with the footfall crossing 1.5 lakh on Sunday. While roughly 18 lakh visited the fair this time, books worth Rs 20 crore were sold at the two-week event — substantially higher than that of the last fair, held in 2020." অর্থাৎ মুদ্রিত বইয়ের ইতিহাসে ছাপিয়ে গেছে বই বিক্রির সব হিসাব, অতিক্রম করেছে রেকর্ড। বহু নতুন প্রকাশন সংস্থা এসেছে, এসেছে অনেক নতুন পত্রিকার রঙদার প্রচ্ছদ। এ তো শুধুই আশার আলো নয়, এ তো উজ্জ্বল রোদ্দুরের ঝলক!

 

আর এই আশা থেকেই আমরা এগিয়ে চলেছি, চলবে আগামীর মানুষ, আগামীর ছাপার অক্ষরেরা। অক্ষর বৃত্তের পক্ষ থেকে অফুরান শুভকামনা আমাদের সব ভাষাভাষী লেখক ও পাঠকদের। ভালো থাকুন, ভালো থাকুন এবং অনিবার্যতায় ভালো থাকুন সবাই অন্যদের হাতে হাত রেখে। জয় হোক মানুষের।



 

 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...