বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সুপ্রিয় খাসনবিশ

থেকে যাবে চলে যাওয়ার পর




 

প্রত্যুষের সোনা গলা আলোয়

এক সোনালী ফসলের স্বপ্ন দেখেছ

তবু কখন বানভাসি  জলে

ভেসে গেছে মন নিকেতন,

মেনে নিয়েছ চলতে চলতে যা কিছু হারানো

গোপন আকাঙ্ক্ষার স্বর্ণ সিন্দুক।

তোমার কপালের ভাঁজে লুকিয়ে রেখেছ

কৃষ্ণ কালো মেঘের সম্ভার,

তোমার অজাতশ্মশ্রু মায়ায়

ঠায় দাঁড়িয়ে সম্ভাবনার শিলা,

নদীর জলে পা ডুবিয়ে বসে

থেমে আছে না বলা গল্পরা,

এভাবেই একদিন ফিরবে

অসমাপ্ত কথা কাহিনী

তবু যেন অশ্রুত আলাপচারিতা

হাওয়ায় হাওয়ায় দুলবে।।


x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...