বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শ্রীকুমার আচার্য সূর্য

জীবন-বেদনা



 

 

বেদনার উদরে জন্মে

বেদনার জগতে নিয়েছি ঠাঁই।

জীবন মানে বেদনার বাস,

বেদনাই মাের ভাগ্য তাই।

 

সুখী যারা সুখে আছেন,

বেদনা ভুলি সুখে বাঁচেন,

তাদের মধ্যে অন্যতম

বিষাক্ত আজ তাের বালাই।

 

শিক্ষাদীক্ষা পাঠ লেখনী,

বেদনা ভরা চাষের জমি,

বেদনা মাখা শস্য-জল,

বেদনা নিয়েই এগিয়ে চল।

 

আমি ব্যথিত জীবের ব্যধিত জনু,

বেদনার সাথে ঘর বাঁধিছিনু।

সকল সুখের সুখী পালক

তোর ঘরেতেই জ্বালুক আলােক।

 

তারিখ এখনও শেষ হয়নি,

বেদনা এখনও অনুভূত রােগ।

আগামী দিনে সন্ধ্যে হলে,

ফুঁকে সুখী শঙ্খ, মুখে হরি হােক।

 

দিনের আলাের অতিবেগুনী

বেদনা মেশা রাগ রাগিনী,

ভালােবাসা? সে তাে অন্যায় কাজ,

এসমাজ তার সাক্ষীবাহী।

 

রাতের জ্যোৎস্না বেদনার রঙ,

চাঁদের বুকেও বেদনার স্থল,

স্বপ্ন এলেও বেদনা মাখা,

ঘর্মেও আজ বেদনার জল।

 

জীবনজুড়ে অশ্রুপানি,

বিপজ্জনক বীণাপাণি,

লক্ষ্মী মাতার ঘট হারিয়ে

বেকার ক্ষুধার ব্যর্থ বাণী।

 

মন্ত্রীসভার ঢাল-তরোয়াল,

কাচের শাসন, বন্দি রাখাল,

আইন মানে লােকদেখানাে,

এই বেদনার প্রকোপ জানো?

 

পাগল আমি, জানি সেটা

নেই লাশরুমের বাহুল্যতা।

হৃদয়জুড়ে ছটফটানি,

কবি নই মুঁই, ব্যথিত প্রাণী...

  
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...