বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বর্ণালী সেন ভট্টাচার্য

 

 

অভিলাষ




 

 

আজ সমস্ত উড়ান বাতিল

আজ সমস্ত ক্যানসেল্ড ট্রেন

ফিরে যাবে কারশেডে---

বাসরুট আটকে দেবে

মস্ত গাছের গুঁড়ি



 

তোমার চোখের পরে চোখ আঁকি

তোমার ঠোঁটের পরে ঠোঁট

তোমার গোঁফের পাশে বুনে রাখি

কিছু দূর্বা ঘাস।

 

উপত্যকা এঁকে রাখি তোমার কপালে

তোমার ও জোড়া ভুরু এঁকে রাখি

উড্ডীন পাখির ডানায়।

 

আফিমখোরের মত চুম্বনের একটানে

বুঁদ হয়ে থাকি।

খোয়াব খোয়াব দিন

খোয়াব খোয়াব রাত।

 

দলমার পাহাড় থেকে বুনো হাতি নেমে এলে

আমি তার দায়ভার নিতে রাজি আছি।

 

আমার এ ঘোরলাগা রং জল মেখে

তুমি আজ রসরাজ হয়ে

রাই সকাসে অভিসারে এসো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...