বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

হিমাংশু শেখর মাহাতো

 অ বসন্তের গান ২

 


 

ভালো তো ছিলাম সে ভালবাসায় জাতিহিংসা  কেটে 

 সাতসকালে  অকাল বোধন ধ্রবতারা হয়ে ফোটে

ভেবে তো ছিলাম জমানো ব্যথা যন্ত্রনা সব টুটবে

সেই বসন্তে অভিসার ঘেঁসে কুসুম কলি ফুটবে

 

প্রাচীন গদ্যে শিরোনামহীন আহত ফাগুন ফোটে

ভুল আশাতে ডুবছে মানুষ হাজার দুখের ঘাটে

পাখ পাখালিরা রসদ ঠোঁটে হৃদয় রাঙিয়ে যায়

অতিথি প্রেমে পায়ের নূপুর ছুঁয়ে যায় রাঙা পায়

 

রোহিনী আলোক মাটিতে মিশেছে খুচরো

                                                          বিজ্ঞাপন  আপন জনে সুখ শুষে নিলে পথ হাঁটে একা মন

কদমের ডালে শান্তির ঘুমে আরশি মানব সনে

আমি তো কেঁদেছি বন্ধ্যা বালিতে পটভাঙা

                                                          অভিমানে

 

দহনের শেষে গোমতীর স্রোতে মাধুকরী মান্দাস

শেষ চুমুতেও ঠোঁট মুখ কাঁপে ব্যথার অনুপ্রাস

বয় তবু নদী খেলা ভাঙে যদি ভীষণ বজ্রপাতে

বারুদের রাতে উন্মাদ বায়ু জমানো দুখেই মাতে

 

মন্দ মেয়েটির সুরেই কাঁপায় জীবনের অধ্যায়

ভাবনা হাজার মাইল ফলক চোখের কোনে ধায়

রূপ আছে দেশে গুন নেই কেন গুমরে মরে স্বর

আলো পাশে বসি ভিজি আর্দ্রতায় তালপাতার ঘর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...