বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

ক্ষুদিরাম নস্কর

হেরে গেছি



 

 

আকাশ অন্ধকার সব নীল মুছে--

জীবন যন্ত্রণা জমে স্তুপ হয়ে আছে।

মুক্তির দিশা নেই দৈনের দায়ে--

অদৃশ্য শৃংখল যেন বাঁধা হাতে পায়ে।

প্রাণ চায় ছিড়ে ফেলি---

নীতিবোধ,সত্য,সংযম।

মন বলে জিতলেও লাভ কিছু আছে ?

বার বার হেরে গেছি হৃদয়ের কাছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...