বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

পলাশ পাল

আবদার

 


 

আমার বিন্দুমাত্র‌ ইচ্ছে হয়নি

সুখের কাছে একটিবার মাথানত করার,

শুধুমাত্র দুঃখকে বোঝার চেষ্টা করেছি।

কথার সাথে কথার বিদঘুটে লড়াই

আমায় অনুপ্রেরিত করে তোলে।

হঠাৎই অক্ষরের সাথে অক্ষরের অদ্ভুত ঘর্ষণে

সৃষ্টি হয় এক নতুন পৃথিবীর।

সাদা পাতার বুকে কালো রঙের অহংকার

বদলে দেয় কবিতার বিভৎসতা।

যেই পথে ক্ষুধার্ত কবিদের

কলম ভাঙার শব্দ শুনে

চমকে গেছে মুখোশধারী রোমানরা

আজ‌ও সেখানকার ক্রীতদাসদের

চমকে দেওয়া গল্প শুনেছি আমি।

মুহুর্তে মুহুর্তে সময়ের চিলেকোঠা থেকে

হ্যাংলার মতো লজ্জাহীন আবদার ওঠে,

"আমায় কলম উপহার দেবে গো?"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...