বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অশোক বন্দ্যোপাধ্যায়

 

হে মহান কবি



 

ওদিকে মেঠো মানুষ ঘাম ঝরিয়ে

         ঘরে আনে সোনার ফসল।

বন্ধু তুমি কবিতা লেখো দৃষ্টি ফিরিয়ে আনমনে।

শীত-গ্রীষ্ম-বর্ষায় দিনের পর দিন

ঘর সংসার ছেড়ে ওরা খোলা মাঠে আত্মাহুতি দেয়

ফসলের ন্যায্য মূল্য--আপন অস্তিত্ব বাঁচাতে;

শত যোজন দূরে সুদৃশ্য বৈঠকখানায় বসে

লিখে যাও কবি চাঁদ ফুল জ্যোৎস্নার

                 রঙিন প্রেমের কবিতা !

 

সীমান্তে বরফে ধসে রাইফেল হাতে বিনিদ্র রজনী

যে সৈন্য দেশ রক্ষা করে, বিসর্জন দেয় প্রাণ--

তোমার লেখনীতে তাদের জন্য থাকে না দীর্ঘশ্বাস।

সহস্র নিরন্ন মানুষ

     অগ্নি মূল্য বাজারে ছ্যাঁকা খেয়ে ঘরে ফেরে,

   তোমার কবিতায় কই সেই বিবর্ণ ছবি ?

 

তোমারই আশে পাশে অজস্র বেকার

           নিত্যদিন হতাশায় আত্মহত্যা করে;

সংসারের টানাটানি, অভাব মেটাতে বিক্রি করে দেয় শিশু।

হে মহান কবি,

       তোমার কবিতায় কেন নেই তাদের ঠাঁই ?

এমন ধূসর উদোম সমাজে তবে

        কার ঘানি টেনে যাও হে আধুনিক কবি ?

 

তোমার মাথার উপর

      চরম উদ্ধত যুগের উন্মাদ সভ্যতা

                        চন্ড নৃত্য করে।

তবুও তোমার কলমে ঝরে

                       রঙিন ফোয়ারা !

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...