বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

 

নীল  সোয়েটার
    

 



অর্থাৎ__ তুমি

চোখের উপর দৃষ্টি রাখতেই

কিছু একটা ঘটে যাওয়া

এমন কিছু দোষের নয়

 

মুখোমুখি, নীল সোয়েটার পরে

সামনে বিকেল ছড়িয়ে দিয়েছো

উষ্ণতা মেপে

 

অথচ ভালো করেই জানো

পছন্দের রঙ দেখতেই

আমার ডুব দেওয়ার প্রবণতা বেড়ে রায়

তখন আবার মুখ থেকে মাফলার সরিয়ে

তোমাকেই সামলাতে হবে

 

বোতাম খোলার পর

অপ্রকাশিত চুম্বন

 

আদুরে শীতের মহার্ঘ মুহূর্তে

 

হাত তো‌ বুকের কাছে ‌যাবেই

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...