বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অরিজিতা ঘোষ

 বাস্তব



 

 

 

বাস্তবতা সে তো বিশ্লেষণের এক বড় পৃথিবী।

যেখানে বিশ্লেষণের চাকায় সাদা হচ্ছে কালো,রক্তের হচ্ছে পোস্টমর্টেম।

আবার কোথাও মাটির কবর খুঁড়ে এক যুগ বাদে খোঁজা হচ্ছে তার গুলিবিদ্ধ হবার কারণ।।

এ এক অদ্ভুত পৃথিবী - যেখানে বিশ্লেষিত হয় সবই কিন্তু শেষ হবার পরে।

আজ ঘরে ঘরে চলছে বিশ্লেষণের ঝড়।

কেউ করছে সম্পর্কের বিশ্লেষণ,কেউ হয়েছে রাজনীতির বিশ্লেষক।

কিন্তু বাস্তবতা এদের সবার থেকে অনেক দূরে, তা অজানা।

যে হয় সেই বাস্তবতার সন্মুখীন,সে ই জানতে পারে তার প্রকৃত কারণ।।

আজ সবই চাদরে ঢাকা,কখনো সেই চাদর মিথ্যের,কখনো সেই চাদর সম্মান বাঁচানোর।

আবার কখনো তা কদর্য মনকে ঢাকা বাইরের আস্তরণ।।

যুগ যতই পরিবর্তিত হোক,পরিবর্তনের ইতিহাসে বাস্তবতা আর চাদরের সম্পর্ক অপরিবর্তিত।

গুলি চলে ঠিকই,মৃত্যুর বিনিময়ে টাকার সান্তনা ও আসে কখনো।

কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, তা ঢাকা পড়ে না সাময়িক টাকার সান্তনায়।।

যুগ যুগ ধরে সমাজে তিনটি স্তর - উচ্চ, মধ্য,নিম্ন,তবুও তাদের মধ্যে পার্থক্য ছিল সমান।

কিন্তু বর্তমানে উচ্চরা ক্রমশ উচ্চ,নিম্নরা তাদের নিম্নতাকে বর্ম করে  বানাচ্ছে টাকা।

পরে আছে শুধু মধ্য,যারা না পারছে নিম্নে নামতে,না পারছে উচ্চে পৌঁছাতে।

তাই তারা মৃত্যুকে আপন করে ক্রমশ সমাজ থেকে হয়ে যাচ্ছে বিলীন।।

এটাই বাস্তব,যার নিদারুণ করুন রূপ আজ সম্মানের চাদরে ঢাকা।

যার নেই কোনো প্রমাণ,নেই কোনো তথ্য।।

 

 


x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...