বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

আলো বসু

 

 

 

 

 

 

একটি নিষিদ্ধ কবিতা



 

অনুভব করেছি, তাই বলছি /

অন্ধকারে থাকতে থাকতে আলোয় চোখ কুঁচকে/ যাবেই   /

গর্ভ থেকে বেরিয়ে কুঁকড়ে-মুকড়ে থাকে মাংসের/ দলাটি প্রথম আলোয় /

 পিটপিট চোখ ফোটে আর আলো /

চোখ খোলে আর নানাবিধ খুলে যায় আলো/

 

# সব চোখের কপালে আলো নেই, অন্ধকারই অব্যর্থ নিশানা/

 

 

# অনুভব করছি তাই বলছি /

এক একজনের চোখের আলোয়,কথার আগুনে/ চোখ রাখা যায় না /

এক একটা বইয়ের ডানায়  মিথ্যা স্বপ্ন/

স্বপ্নময় ইতিহাসের দরজা ঝলসে দেয় দুঃস্বপ্নের/ চোখ /

নির্বোধ বারুদের গায়ে পড়লে বুদ্ধের বাণী   /

দাউদাউ বুক /

ইতিহাস মুছে, ভুগোল ভেঙে মানচিত্রে আগুন/ লাগিয়ে দেবার মাতন লাগে /

 আধাখ্যাঁচড়া আলোর এই সভ্যতার বুক চিরে /

পথ যেতে চায় অন্য সূর্যের দেশে /

এইখানে,ঠিক এই সময় কোন নিষিদ্ধ নামের কথা/ আপনার মনে পড়লে জেনে রাখুন /আমার কোন নাম হয় না, দাম হয় না /

জাত ধর্ম কিচ্ছু নেই/

খিদে বিনিময় করি, ভাতের বদলে/

আমার মাথার ভেতরে বসে আমাকে চালিয়ে নিয়ে/ যান খরিদদার /

অনুভব করছি তাই বলছি, আলো দেখাবেন না /

একদিন আমি ঠিক অন্ধকার পৌঁছে দেবো ঘরে ঘরে /

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...