বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কার্ত্তিক মণ্ডল

 


স্বপ্ন




 

আমার স্বপ্ন শুধু,

নিজেকে নিয়ে নয়

আমার স্বপ্ন----

অনেকের মাঝে নিজেকে পাওয়া,

সব স্বপ্ন যে‌ বাস্তব রূপ পায়

তা কিন্তু নয়।

তবুও স্বপ্ন দেখতে হয়

স্বপ্ন দেখা দরকার,

মনের ইচ্ছা আর লগন‌ যদি,

ঠিক থাকে তো

অভিষ্ট‌ লক্ষ্যে পোঁচ্ছানো যায়‌

স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে

প্রেরনা দেয়,

স্বপ্ন না থাকলে মানুষ কোন্‌

তিমিরে ঢাকা‌ পড়ে যেত

হারিয়ে যেত গভীর অন্তরালে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...