বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

গৌরাঙ্গ দেবশর্মা

এখনো কোনো সমাধান পাই নি




 

থেমে গেছে কথা

এখন শুধু মুখোরিত স্তব্ধতা

তারপর চলতে থাকে বিপর্যয় অবধি রাতের পর্যটন

অন্ধকার পাঁচিল ধরে ধরে বাদুর

পেয়ে গেল নিরাপদ আশ্রয়

তবুও আমি এখনো কোনো সমাধান পাই নি।

 

সময় অসময় অনর্থক পথভ্রমণ,

প্রলম্বিত ছায়া : নিশুতি আবছায়া নাকি নির্মম নগ্নতা?

কারো কারো পিছুটান থাকতে নেই

এখন সংগ্রামে পবিত্রতা নেই।

 

হে নৈঃশব্দ এসো পাঁজর জুড়ে

আমি হেঁটে যাবো তোমার ভিতর আদিঅনন্ত

হেঁটে যাবো শ্মশানের গায়ে মৌনতার কোলে

আমি এখনো কোনো সমাধান পাইনি।

 

ক্রমশঃ জল আলো বাতাসের দিকে বেঁকে যাচ্ছি.....

মৃত‍্যু ও বিষাদও বলেছিল "বেঁকে যাচ্ছি "...

বাঁকা মানে বিকলাঙ্গ নয়

বাঁকা মানে নির্জনতায় সমাধানের প্রস্তুতি মাত্র।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...