বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অর্জুন শর্মা




 




 

 তোমার চুলে হৃদয় দুলে




ভালবাসা বুঝি,এমনে হয় স্বজনী?

আবেগ ভরপুর দিশেহারা মাননী!

মোরে তুমি বাঁধিলে,কি বাধার প্রননে,

একুল ওকুল মোর, ভাসালে নয়নে।

 

উজার করিয়া হে,বাসিনু ভাল তোরে,

নিষ্ঠুর পরোক্ষর তুমি ভাবিলে মোরে;

মায়ার আবদ্ধ জালে,এ জড়ালি মোরে,

অন্ধ!বুঝিয়া ওগো, ভালবাসিনু তোরে।

 

ভালবাসা কমেনি,ওগো প্রিয় স্বজনী,

বেচেঁ আছে আজো,নিভান্তবুকে আগুনী;

দোহাই তোদের, একটুকু চুপকর,

ভালবাসিবারে দে, আমারে অবসর।।

 

বহু বর্ষ গেছে চলে,অশ্রু গেছে ঝরে,

ওগো তবু তোমার চুলে হৃদয় দুলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...