বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নীলাঞ্জন চক্রবর্তী

 

 পার্থেনিয়াম চারা




 

 

                   ফিরতি পথ, সহজের মতো সবুজ নয়।

                তাতে দূর্গমতার জমাট কালো-লাল থাকে।

                         দুঃসহ নীলাভ কালসিটে থাকে—

                          যাতে বারবার হোঁচট খেতে হয়!

 

ওই ফুটপাথে বাস করে,

     হিংসা নামক পথচারি ভিক্ষুক।

পথে সোডিয়াম নেই।

          শুধু দুধারের মরা গাছগুলির মাথায়,

          পরলৌকিক জোনাকিদের বচসা চলে।

 

আমি চাইনা, সে পথে তুমি পা দাও।

                  তোমার কষ্ট হবে!

 

 

আমার হিলটপ্ ব্যালকনির নাগরিকরা,

          কোন্ এক মহামারীতে নিখোঁজ;

বছর নয়েক হলো।

প্রাণহীন মাটিতে ঠাসা ওদের ঘরগুলো,

       যেন এক-একটা জীবন্ত সমাধি।

 

                            দাম দিয়ে কেনা আলো,

                               আর ভালো লাগেনা।

                         বিনামূল্যের যা কিছু ভালো,

                        তাতে আলোর বড়ো অভাব!

 

তাই জানালার চোখে চশমা দিয়ে,

আলো বিক্রেতাকে ফিরিয়ে দিয়েছি।

আর তোমায়...?

 

 

ফিরতি পথটা আজও,

          আমার দরজাহীন সদরে ধাক্কা দেয়।

 

জানি, ফিরে আসা সহজ নয়।

তবে ফিরিয়ে নেওয়া,

            জলের মতোই তরল!

 

তুমি ফিরে এলে, গোলাপ নয়;

হিলটপ্ সাজানোর

               পার্থেনিয়াম এনো।

 

তোমার দেওয়া ভালোবাসা,

পার্থেনিয়াম চারার মতো।

               সৌন্দর্যে ফুলকে হারায়,

                   বিষাক্ততায় মৃত্যুকে!

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...