বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সুকুমার কর

 




গোধূলি লগ্নে দেখা

-----------------
 
একটি মেয়ের সঙ্গে দেখা হলো
সে আমার বন্ধু ছিলো না
সে আমার কবিতা শোনে নি
 
বিকেলের শান্ত মেঘে কতো
মেঘ ছিলো সে  দিকে তার
নজর ছিলো না
 
সংসারে প্রবেশের আগে
এসো  গান শুনি
 
 
 
 

 গন্তব্য

--------
 
 
 সবাই যখন আলোর দিকে গেছে
 আমি তখন ধুলোর দিকেই যাব
 লাঙ্গল কাঁধে রাঙামাটির পথে
 সবাই যখন আলোর দিকে গেছে
 ফলায় লিখা উঠোন কুসুম গান
  ফলায় লিখা অফুরান অঘ্রাণ
সবাই যখন আলোর দিকে গেছে
 আমি তখন ধুলোর দিকেই যাব
 
 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...