বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অসীমা মুখোপাধ্যায়

কাটছে দিন 

 


 

কাটছে দিন, বৃষ্টি হীন

পিপাসায় ।

কাটছে রাত,নিদ্রাহীন

নয়ন তারায়।

কাটছে প্রহর বিরামহীন

অপেক্ষায় ।

কাটছে ক্ষন আশাহীন

হতাশায় ।

 

 

ফুটছে ফুল,গন্ধহীন

অবেলায়।

যাচ্ছে দিন, গল্পহীন

সন্ধ্যায় ।

জাগছে চাঁদ,জ্যোৎস্না হীন

তমসায় ।

হচ্ছে ভোর,রৌদ্রহীন

কুয়াশায়।

 

আর কত? আর কত? আর কত? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...