বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

পঙ্কজ কুমার গাইন

অদৃশ্য সুতো
 



 
 
 
                      ১
 
 অন্ধ ---সাদা লাঠি হাতে নেমেছিল রাজপথে
আজ একা নয়---।
 
                    ২
 
কাকগুলো মাংস পিন্ড নিয়ে মাতামাতি
কুকুরগুলো যে ব্যস্ত, দখলদারিতে--- কামড়াকামড়ি।
 
                        ৩
 
অদৃশ্য সুতোয় বাঁধা সব---
শহর নগর জীবন্ত শবদেহ নিয়ে কলরব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...