বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মৌসুমী জানা

মৃত্যুর রহস্য



 

 মৃত্যু তুমি হাসি নও তুমি বিভীষিকা।

 

 মৃত্যু তুমি সুখ নও তুমি অশ্রু ধারা।

 

 মৃত্যু তুমি সাথী নয় তুমি সঙ্গীহারা।

 

মৃত্যু তুমি কাব্য নও তুমি গদ্য রচনা।

 

 মৃত্যু তুমি আনন্দ নও তুমি ব্যাথা ভরা।

 

 

মৃত্যু তুমি সাহিত্য নয় তুমি ভাঙ্গন ধারা।

 

 মৃত্যু তুমি প্রভাত নও তুমি নিশীথ নেশা।

 

মৃত্যু বোঝনা কারো ব্যথা ভরা যন্ত্রণা।

 

 

 মৃত্যু তুমি বোঝ শুধু নিয়তির লিখন।

 

মৃত্যু তুমি শুধু বোঝ জীবনের শেষ নিঃশ্বাস।

 

মৃত্যু তুমি শুরু নও মৃত্যু তুমি শেষ।

 

তাই লিখে যাই মৃত্যুর শেষ পরিতাপ। 
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...