বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মহাজিস মণ্ডল

অভিসারের নৌকা



 

মেঘেরা ভেসে যাচ্ছে ওই

নদীর গভীরে এবং হৃদয়ের গভীরে।

চারিপাশে সবুজের গালিচায়

রোদ্দুরের স্বপ্নেরা শুয়ে আছে

বাতাসে তোমার গায়ের আদিম গন্ধ

শুধু অবিরাম দুর্বার করে তোলে।

 

চতুর্দিকে অনন্ত ধূসরের ধূসরতা

শব্দের দিগন্তবিসারী অবয়ব নিয়ে

আমি অনবরত হেঁটে চলেছি

জোছনার সমুদ্রে অথবা তোমার উপকূলে

স্বপ্নময় অভিসারের নৌকা ভাসাতে... 
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...