বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শম্পা মাহাতো

পৌষ



 

আমাদের গল্পের পাশ দিয়ে শববাহী ম্যাটাডোর যায়। রাস্তায় ছড়িয়ে থাকে উড়ো খই। গল্পে আমরা ভ্রমণ করি দূর দিনে। নেই নেই করে যে দিন কেটেছে গিয়ে বসি তার ওমে।

 

হাওয়াকে প্রশ্ন করি অমরত্ব কে চেয়েছে!

আমরা তো শুধু……….

 

অসমাপ্ত কথা ফুৎকারে উড়িয়ে সে বয়ে চলে

 

আমাদের গল্পেরা বাঁধ মানে না

কান্নাও হেরে যায়

 

হাওয়া ফিরে এসে মৃতদেহের খবর শোনায় ছাইপাশ

 

আমরা টের পাই পৌষমাস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...