বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

হামিদুল ইসলাম

ভালোবাসা

 


 

ঝোড়ো হাওয়া থেমে যাবে একদিন

কেবল কংক্রিট দেয়ালে ফাইল বন্দি হয়ে পড়ে থাকবে

আমাদের বিষাদ আত্মকথা

ভূবনডাঙার মাঠে আবার কুরুক্ষেত্রের একরাশ নাঙা আয়োজন    ।।

 

আমরা এখনো হারিয়ে যাচ্ছি

প্রাচীন অশথ ছায়ার ছাইচাপা করুণ শূন‍্যতায়    ।।

 

স্বপ্নের ভেতর এখনো কেউ কেউ আসে

ছায়ার চক্রব্যূহ ভাঙে

এক একটি কবিতা। স্মৃতিময় এক একটি ঘুম বাগান  ।।

 

জলের দাগ মুছে ফেলি

নোঙর করি জীবন

রাস্তায় রাস্তায় জাগ্রত সভ‍্যতা। কণ্ঠে ব‍্যারিকেড ভাঙা গান    ।।

 

ধূ ধূ কথার নীচে গুছিয়ে নিচ্ছি সংসার

নিঃসঙ্গ জীবন। ক্লান্ত দুপুরে ঘরে ফেরে প্রিয়া। ভালোবাসা উধাও    ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...