বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

পরাগ মিত্র

নির্বাচনোত্তর



 

 

 

রাজসূয় সম্পন্ন হলে এক প্রমত্ত 'আমি'

কোলাহলে দীর্ঘ ছায়া ফেলে।

 

কবিদের সম্মেলন, হলুদ প্রজাপতি মেঘজুড়ে মল্লার

একে একে জহরব্রতী হয় তর্জনীর হেলনে

 

নামগানের অর্চনায় পিছলে যায় রাজপথ

ঘনঘোর আদ্রতায় আর্তিরা চিঠি লেখে না

 

জবাকুসুমশঙ্কাশ স্বপ্নের গোঙানি

লেপ্টে থাকে তূরীয়ান রথের চাকার ঘর্ঘরে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...