বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অপাংশু দেবনাথ

এমন কারণবশত 




 

অর্ধশতাব্দীর কাছে এসে ফিরে দেখি ,

একটি মানুষের মুখও দৃশ্যত নয় উজ্জ্বল এ প্রান্তরে।

 

চারিদিকে জল, জলে আকাশের ছবি।

ছবিতে প্রবল ঢেউ

                              কাঁপে তরল নয়ন।

কান পেতে শুনি মরমের ঘাট থেকে দূরে

                           সরে মানুষের কলরব।

চারিদিকে ঘৃণিত সময়ের ঢেউ,

কোনো ভাবেই ঢেউয়ের উচ্ছ্বলতা অতিক্রম

                               করতে পারি না আমি।

ভেবে ক্লান্ত হই ভেতরের মানুষকে জাগাতে পরিনি।

 

এমন কারণবসত চোখে লেগে আছে অনন্য অসুখ! 
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...