বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

উদয়ন চক্রবর্তী

জীবন তো একটাই
 

 


যতবার আমি গাছেদের কাছে

গিয়ে কথা বলার চেষ্টা করেছি

ওরা চুপ করে নিরুত্তর থেকে

বন্দী শ্রমিকের মতো কথা শুনেছে

আজ্ঞা পালনের জন্য তটস্থ হয়ে

কেবলই মনে হয়েছে ওরা কিছু বলতে চায়

কিন্তু বলতে পারছে না সম্মোহনী আবেশে।

ঠিক তখনই রাতচরা পাখি বলে উঠলো

হতভাগা তুই জীবন্ত মানুষের কাছে গিয়ে

ওদের কথা শোন পেয়ে যাবি গাছেদের উত্তর কত মানুষ লুকিয়ে রেখেছে।

অবশ্য সে কথা বুঝছে না কেউ ধৃতরাষ্ট্র

হয়ে দৃষ্টিকে জীবনে একমুখি রেখে

সময়ের সাথে এক্কাদোক্কা খেলছে সবাই।

সবারই চাই এক আকাশ সম্ভোগ উপভোগের দিগন্ত বিস্তৃতি

অজুহাতে ক্ষ্যপার মতো বলে চলেছে জীবন তো একটাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...