রবিবার, ১২ এপ্রিল, ২০২০

আলাপন রায়চৌধুরী




রোজনামচা




বিলবোর্ড, সাইনবোর্ড... ব্যালান্স ফুরোল।

ইন্টারনেটে গল্প কই? গল্প চাই-ই চাই !



ছাদের বড় ফুটোটা দিয়ে এসে

স্টেশনের মেঝেতে পড়া সূর্যালোক

সবাই পাড়াচ্ছে। দিব্যি লাগছে !

এখানেই কোথাও হারিয়ে গেছিল নোটগুলো।

ঠোঙা হয়ে গেছে সেগুলো এখন বোধহয়, হায় !



লাইন-এর হলুদ ফুলগুলো কি সুন্দর !

গাছটা আগাছা। হাওয়ায় চোখ নিষ্ক্রিয় !

টিগ-ডিগ, টিগি-ডিগি, টিগ-ডিগ-ঢিগ,

ডিগি-ডিগি- ট্রেনের কতো শত ছন্দ !



হেলে-পড়া সূর্যালোক বাল্বটাকে ছুঁয়ে

ক্যারাম-এর বোর্ডে এসে পড়েছে।

গুঁটিগুলোর মধ্যে ফাঁক রয়েছে বেশ।

চাঁপা ফুলের মতো খুসকি ঝরছে ;

খুসকি আর কানের খোল। পাশেই

খোলা ড্রেন-এ জমছে বেলেমাটি।



মশার গায়ের গন্ধ পাচ্ছি।

ঘড়ির কাঁটা আর হৃদ্ যন্ত্র

এক হয়ে গেছে। এ.সি.-র চোরা হাওয়া

এবার তার উপস্থিতি জানান দিচ্ছে।

তাও, পাখা না চালালে পোষায়, বলো ?

ফুল স্পীডে হলে আরো ভালো, হা হা !



তবে, চোখ বন্ধ করলেও যে বাঁদর... !

একটা পাখী প্রথম ডাকতে শুরু করে

শেষ রাতে- একই পাখী রোজ রোজ।

শ্শ্শ্..., শব্দটা আর হচ্ছেনা, তাই না ?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...