শনিবার, ১১ এপ্রিল, ২০২০

ফিরোজ হক







মনখারাপ

 




তোমার মনখারাপের কাছে কান্না হয়ে বসে থাকি

তুমি মুখ ঘুরিয়ে নিলে মানিয়ে নিতে

প্রসারিত করি হাত।



তারপর মনের মধ্যে একটা বিপর্যয় খেলা করে

দোয়া থেকে প্রার্থনা

পরিবার থেকে সমাজ

সকলকেই আপন করে নেওয়ার এক পণ নিয়ে

চক্ষের নিমেষে নিদ্রাকে আপন করতে চেয়েও

                                                         ব্যর্থ হই।



তারপর নিস্তব্ধ রাতে

তোমার বাড়িয়ে দেওয়া হাত

ধ্রুবশান্তি স্থাপন করে।

       


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...