সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

শ্যামল সরকার




টোপ


    



পিল পিল করে ছুটছে কাতারে কাতারে মানুষ ৷ পথ জুড়ে কেবল অফুরান মাথা ৷ রোদ্দুরে পুড়ে যাচ্ছে মাথা ও মন ৷ তবুও চলেছে মানুষ ৷ চলতেই হবে ৷ দলপতিরা সামনে রেখেছেন সুন্দর স্বপ্ন  ----- মুক্তি ৷ মেহের বিবি জিজ্ঞেস করল শক্ত করে হাত ধরে রাখা স্বামী মোক্তার আলীকে ----- আচ্ছা, আমরা কেন যাচ্ছি ? কোথায় ?

বৃদ্ধ মোক্তার হাঁফাতে হাঁফাতে বলল ---- বাঁচতে ৷

------- সেটা কোথায় ?

------- সামনেই কোথাও ৷



    বেশীক্ষণ হাঁটতে হল না ৷ লুটিয়ে পড়ল মোক্তার রাজপথে ৷ মেহের বিবি চিৎকার করে জড়িয়ে ধরল স্বামীকে ৷ কারো থামার সময় নেই ৷ অফুরান ছুটন্ত মানুষের পায়ের তলায় পিষে গেল প্রবীন দম্পতি ৷



   মিছিল চলছে ৷ সামনেই মুক্তি ৷ শাদা ধপধপে, গোলগাল, বরশির গায়ে বিঁধে থাকা একখন্ড সুন্দর মুক্তি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...